মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

চীন, বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র কিনে নিলো

Home Page » প্রথমপাতা » চীন, বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র কিনে নিলো
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭



gasfields in Bangladeshবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন জানিয়েছে বাংলাদেশে থাকা তাদের তিনটি গ্যাস উৎপাদন ক্ষেত্র চীনের কাছে বিক্রি করে দিচ্ছে। গ্যাসক্ষেত্র তিনটি কিনে নিচ্ছে চীনা প্রতিষ্ঠান হিমালয় এনার্জি।

জানা গেছে, ২০১৬ সালে মার্কিন কোম্পানি শেভরনের নন-কোর সম্পদ থেকে বিলিয়ন ডলার নগদ সংরক্ষণের অংশ হিসেবে দেশের ওই তিন ক্ষেত্র বিক্রি করছে। বার্তা সংস্থা রয়টার্স শেভরন বাংলাদেশের এক মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে রয়টার্স চুক্তির মূল্য কিংবা কোন ধরনের সময়সীমা উল্লেখ করেনি। বলা হচ্ছে, চুক্তির ফলে শেভরনের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাসক্ষেত্রের মালিক এখন চীনের হিমালয় এনার্জি।

শেভরনের মুখপাত্র বলেন, ‘হিমালয় এনার্জি মূলত চীনের রাষ্ট্রীয় কোম্পানি চায়না ঝেংহুয়া অয়েল অ্যান্ড সিনিক কর্পোরেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ঝেংহুয়া হলো চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি।’

বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র কিনে দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতে প্রথমবারের মতো বড় কোন বিনিয়োগ করলো চীন। খবর পাওয়া গেছে, বেইজিং নয়াদিল্লি এবং টোকিওর সঙ্গে প্রতিযোগিতায় নেমে বিনিয়োগ করেছে কয়েক হাজার বিলিয়ন ডলার।

মার্কিন গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বলছে, ‘বাংলাদেশের যতো গ্যাস উৎপাদন হয় তার প্রায় অর্ধেক এই তিন গ্যাসক্ষেত্র উৎপাদন হয়। এই চুক্তির মূল্য বা অন্যান্য বিষয়ে বিস্তারিত প্রকাশ করার কোন অনুমতি নেই।’

বাংলাদেশ সময়: ১০:৪৮:৩২   ৪০২ বার পঠিত