রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
শুরু হলো ” প্রমিত বাংলাভাষার ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ”
Home Page » শিক্ষাঙ্গন » শুরু হলো ” প্রমিত বাংলাভাষার ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ”বঙ্গ-নিউজঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) আজ (২৩ এপ্রিল ২০১৭) থেকে শুরু হলো “সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষকদের পাঠদানে প্রমিত বাংলাভাষার ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ”। দেশের ৯টি বিভাগের ২৯টি জেলা থেকে মোট ২৯জন প্রশিক্ষক এতে অংশগ্রহণ করছেন। ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণের বিষয়বস্তু: বাঙালি ও বাংলাভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা বানান, প্রমিত বাংলা উচ্চারণ (তাত্ত্বিক ও প্রায়োগিক), বাংলা থেকে ইংরেজিতে প্রতিবর্ণায়ন, বিরামচিহ্নের ব্যবহার, তথ্য-প্রযুক্তির মাধ্যমে পাঠদান প্রক্রিয়ায় বাংলাভাষার ব্যবহার, লিখন নৈপুণ্য : বৃদ্ধি ও উৎকর্ষ (তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা) ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী (৭ম ব্যাচের) এ প্রশিক্ষণ আগামী ২৭ এপ্রিল ২০১৭ তারিখে শেষ হবে।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সময়: ২০:২০:৫৬ ৪১৯ বার পঠিত