রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
শাহ আমানতে ৬০ টি সোনার বারসহ যাত্রী আটক
Home Page » প্রথমপাতা » শাহ আমানতে ৬০ টি সোনার বারসহ যাত্রী আটকবঙ্গ-নিউজঃ ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৬০ টি সোনার বার আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসময় বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ সোনার বার বহনকারী একজনকে আটক করেছে বলে জানা গেছে।
ঢাকা থেকে চট্টগ্রামে গমনকারী রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটের একজনের ব্যাগে অবৈধ সোনা আছে এমন খবরের ভিত্তিতে শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ অভিযান চালান। শনিবার রাত ৭ টা ৪৫ এ রিজেন্ট এয়ারওয়েজের সেই ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে নামলে কাস্টমসের সদস্যরা সবার ব্যাগ তল্লাশি করে সাইফুদ্দিন নামক এক যাত্রীর ট্রলি ব্যাগ থেকে ৬০ টি সোনার বার জব্দ করে। আটক মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরাতে।
৬০টি সোনার বারের ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছেন সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ। আটককৃত সাইফুদ্দিন এতো সোনা কোথায় পেলেন? হযরত শাহজালাল বিমানবন্দর কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে এতোগুলা সোনার বার কিভাবে নিয়ে আসলেন? এসব জানতে আটককৃত সাইফুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার।
বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৪ ৩৭৯ বার পঠিত