রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
মোবাইলে সব বিল পরিশোধ করা যাবে
Home Page » অর্থ ও বানিজ্য » মোবাইলে সব বিল পরিশোধ করা যাবে
বঙ্গ-নিউজ:সরকার ২০১৮ সালের মধ্যেই দেশব্যাপী মোবাইলের মাধ্যমে বিল পরিশোধের নিয়ম চালু করতে যাচ্ছে। দেশের প্রায় ৪ হাজার ৫শ টি কম্পিউটার কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন নীতিগত উপদেষ্টা এমন তথ্য জানান।
বাংলাদেশ পাবলিক সেক্টর উদ্ভাবন সংস্থার প্রধান অনির চৌধুরী প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশনের ( এটুআই) পক্ষ থেকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই পদ্ধতিটি চালু করা হবে। দেশে চলমান বিকাশের বিল পরিশোধ সেবার সঙ্গে যুক্ত হয়ে এই পদ্ধতিতে ভোক্তারা পণ্য ও সেবা ক্রয় করে এসএমএস বার্তার মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।’
বিশ্বব্যাংকের এক নিবন্ধে অনির চৌধুরী লিখেছিলেন, বাংলাদেশের গ্রামীণ কৃষকেরা মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত। কিন্তু এই মাধ্যমটি তাদের জন্যই সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। শাখাভিত্তিক ব্যাংকিং মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে উচ্চ পরিষেবা চার্জ পরিশোধ করতে হয়। ফলে প্রান্তিক মানুষেরা অধিকাংশ সময় বেশি চার্জেই ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে বাধ্য হন অথবা আগ্রহ হারিয়ে ফেলেন।
জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এটুআই ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে নতুন এই মোবাইল পেমেন্ট সেবাটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এই যৌথ উদ্যোগকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ল্যাব হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫১:২৩ ৩২৭ বার পঠিত