রবিবার, ২৩ এপ্রিল ২০১৭

সাকিব- মুশফিকদের বেতন ও ম্যাচ ফি বাড়লো

Home Page » ক্রিকেট » সাকিব- মুশফিকদের বেতন ও ম্যাচ ফি বাড়লো
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  ক্রিকেটারদের দাবি মেনে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ৩৩ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।

bcb increased salary of cricketers

আজ বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিলো। সভা শেষে পাপন জানান, এ প্লাস ক্যাটগরিতে যে খেলোয়াড়রা চুক্তিবদ্ধ, তাদের বেতন ৬০ শতাংশ বাড়িয়ে আড়াই লাখ থেকে চার লাখ করা হয়েছে। এ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৫০ শতাংশ। এ ক্যাটাগরির নতুন বেতন হবে তিন লাখ টাকা। তারা আগে পেতেন দুই লাখ করে।

বি ক্যাটাগরির খেলোয়াড়রা দেড় লাখ টাকা পেতন। এখন তাদের বেতন ৩৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছে দুই লাখ। ৫০ শতাংশ বাড়ানো হয়েছে সি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন। তাদের বেতন এক লাখ থেকে বেড়ে হয়েছে দেড় লাখ। ডি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা আগে পেতেন ৭৫ হাজার টাকা। এখন মাসপ্রতি তারা পাবেন এক লাখ টাকা করে।

বেতনের সঙ্গে বাড়ানোর হয়েছে ম্যাচ ফিও। টেস্টের ম্যাচ দুই লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে তিন লাখ। ওয়ানডের ম্যাচ ফি এক লাখ থেকে বেড়ে হয়েছে দুই লাখ। আর টি-টোয়েন্টিতে ৭৫ হাজারের বদলে এক লাখ টাকা করে ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

কদিন আগে, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন যে, অন্য দেশের তুলনায় তারা কম বেতন পান। এক দশকের বেশি সময় ধরে ক্রিকেট খেলার পরও তেমন কিছু করতে পারেননি বলে মন্তব্য করেন মুশফিক।

ক্রিকেটারদের বেতন বাড়ানোর ব্যাপারে অবশ্য বেশ আগেই থেকেই চিন্তা করছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এতোদিন জাতীয় দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের চেয়েও কম বেতন পেতেন!

বাংলাদেশ সময়: ১০:৪৪:৩০   ৩৬২ বার পঠিত