রবিবার, ২৩ এপ্রিল ২০১৭

ঝিনাইদহের বাড়িটি বোমা তৈরির কারখানা ছিলো : পুলিশ

Home Page » জাতীয় » ঝিনাইদহের বাড়িটি বোমা তৈরির কারখানা ছিলো : পুলিশ
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭



 বঙ্গ-নিউজ: ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে রাখা বাড়িটি নব্য জেএমবি’র বোমা তৈরির কারখানা বলে ধারনা করছে পুলিশ। অপারেশন ‘সাউথ প’ সমাপ্ত করার পর পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

police operation at jhinaidaha

ডিআইজি দিদার আহমেদ জানান, এই বাড়িটিতে তিন থেকে চার জন জঙ্গি ছিল বলে জানতে পেরেছিলেন। কিন্তু তারা আগেই পালিয়ে গেছে। বাড়িটিতে পাওয়া বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম দেখে ধারনা করা হচ্ছে বাড়িটি নব্য জেএমবি’র বোমা তৈরির কারখানা ছিলো।

তিনি জানান, ‘বেলা ১০টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করা হয়েছে। সেখানে ইতোমধ্যেই কিছু বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরক তৈরির রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম উদ্ধার করা হয়েছে। ৩০ লিটারের কন্টেইনারের লেবেলে ‘হাইড্রোজেন পারঅক্সাইড’ লেখা রয়েছে। এছাড়া একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে’

গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের ওই বাড়িটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর শনিবার সকাল সোয়া ৯টায় অভিযান শুরু হয়ে বেলা ২টায় অভিযান শেষ হয়।

বাংলাদেশ সময়: ৯:০০:৪৫   ৩৩৪ বার পঠিত