শনিবার, ২২ এপ্রিল ২০১৭

মাশরাফির দায়িত্ব সাকিবকে দেয়া হলো

Home Page » ক্রিকেট » মাশরাফির দায়িত্ব সাকিবকে দেয়া হলো
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: সাকিব আল হাসানকেই টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে বেছে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিসিবির বোর্ড সভায় শেষে এমনটিই জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

shakib became new t20 captain of bangladesh

তিনি জানান, সাকিব ছাড়াও আরো দুই একজনের কথা এসেছিলো। তবে সাকিব তাদের তুলনায় বেশ এগিয়ে ছিলেন। শেষমেষ তার উপরই ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত শ্রীলঙ্কা সফরে মাশরাফি বিন মর্তুজা হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাকিবই হতে যাচ্ছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক। পাপন নিজেও সাকিবের প্রতি আগ্রহ প্রকাশ করে রেখেছিলেন।

সাকিব এর আগে নয়টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে তিনি টেস্ট জিতেছেন একটি, ওয়ানডে জিতেছেন ২৩টি। চারটি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কোনো ম্যাচ জিততে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৮   ৩৫৭ বার পঠিত