শনিবার, ২২ এপ্রিল ২০১৭

আবারও ময়নাতদন্ত হচ্ছে মডেল রাউধার মরদেহ

Home Page » প্রথমপাতা » আবারও ময়নাতদন্ত হচ্ছে মডেল রাউধার মরদেহ
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে মালদ্বীপের মডেল রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধা আতিফের মরদেহ। আগামী সোমবার রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হবে।

model raudha

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আসমাউল হক। তিনি বলেন, ‘সোমবার কবর থেকে রাউধার মৃতদেহ তোলা হবে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হবে রাউধার মরদেহ।’

গত ২৯ মার্চ ছাত্রীনিবাস থেকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী মালদ্বীপের এই মডেলের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছেন রাউধা। ১ এপ্রিল তার স্বজনদের উপস্থিতিতে রাজশাহীর হেতেম খাঁর গোরস্থানে দাফন করা হয় রাউধার মৃতদেহ।

কিন্তু গত ১০ এপ্রিল রাজশাহী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন রাউধার বাবা। মামলার এজাহারে বলা হয়, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রাউধাকে। মামলায় ভারতীয় নাগরিক রাউধার সহপাঠী সিরাত পারভীন মাহমুদকে (২১) একমাত্র আসামি করা হয়। এই মামলার তদন্তের স্বার্থেই তোলা হচ্ছে রাউধার মরদেহ।

মালদ্বীপের মালেতে বাড়ি রাউধার। বিখ্যাত সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’র ২০১৬ সালে প্রকাশিত সংখ্যায় মডেল হয়েছিলেন রাউধা। তবে ভোগ ইন্ডিয়ার সাক্ষাৎকারে রাউধা বলেছিলেন, মডেলিং নয়, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান তিনি।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৬   ৩৯৪ বার পঠিত