শনিবার, ২২ এপ্রিল ২০১৭

কলকাতার জার্সিতে ফেরাটা ভালো হলো না সাকিবের।

Home Page » ক্রিকেট » কলকাতার জার্সিতে ফেরাটা ভালো হলো না সাকিবের।
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



shakib al hasan iplবঙ্গ-নিউজঃ বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়েছিল ৬ এপ্রিল। আর ৭ এপ্রিলই ভারতে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতাবেন বলে। কিন্তু ইচ্ছাটা পূরণই হচ্ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। টানা চার ম্যাচ সাকিবকে বসিয়ে রেখেছিল কলকাতা। অবশেষে গতকাল সুযোগ মিলেছিল। তবে কলকাতার জার্সিতে ফেরাটা ভালো হলো না সাকিবের।

সাত নম্বরে যখন ব্যাটিং করতে নামলেন কলকাতা ইনিংসের তখন মাত্র এক বল বাকি। বাসিল থাম্পির করা ইনিংসের শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি সাকিব। পরে কলকাতার বোলিং ইনিংসের শুরু সাকিবের হাতেই। গুজরাট লায়ন্সের দুই বিদেশি ওপেনার অ্যারন ফ্রিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালামের স্পিন দুর্বলতার কথা চিন্তা করে স্পিন দিয়ে শুরু করেছিলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর।

সাকিব বোলিংও বেশ ভালোই করেছেন। বিভিন্ন লাইনে বল দিয়ে অনেকবার পরাস্ত করেছেন গুজরাটের দুই ওপেনারকে। কিন্তু মারমুখী ফ্রিঞ্চে আবার বাউন্ডারিও হজম করেছেন বেশ কয়েকটা। প্রথম দুই ওভারেই দিয়ে ফেলেছিলেন ২৩। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পরে আরও এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে আট রান দিয়ে উইকেটশূণ্য। অর্থাৎ বোলিংয়ে তিন ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য সাকিব।

বাংলাদেশি ওপেনারের এমন প্রত্যাবর্তনের দিনে কলকাতাও জিতেনি। রবিন উথাপ্পার ৪৮ বলে ৭২ ও সুনিল নারিনের বিস্ময় জাগানো ১৭ বলে ৪২ রানে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল প্রথমে ব্যাট করতে নামা কলকাতা।

তবে গুজরাট অধিনায়ক সুরেশ রায়নার ৪৬ বলে ৮৪ এবং অ্যারন ফ্রিঞ্চের ১৫ বলে ৩১ ও ম্যাককালামের ১৭ বলে ৩৩ রানের ঝড়ো তিনটি ইনিংসে দশ বল হাতে রেখেই চার উইকেট জয় নিশ্চিত করেছে গুজরাট। ১৮.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮৮ রান তুলে ফেলে গুজরাট।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪৩   ৩৭২ বার পঠিত