শনিবার, ২২ এপ্রিল ২০১৭

আবারও ভারতীয় সেনাপ্রধানের আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর

Home Page » জাতীয় » আবারও ভারতীয় সেনাপ্রধানের আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এক মাসের মধ্যে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করবেন বলে খবর প্রকাশ করা হয়েছিল ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায়। তবে এ নিয়ে নানান আলোচনা গড়ার মধ্যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানালো খবরটি ভিত্তিহীন।

indian army chief

গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল বাংলাদেশ সফর করে গেছেন ভারতীয় সেনাপ্রধান। গত বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে আবারও বাংলাদেশে আসবেন ভারতীয় সেনাপ্রধান।

এই খবরের প্রেক্ষিতে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, ‘ভারতের সেনাবাহিনীর প্রধান আবারও বাংলাদেশে আসছে এই খবরটি ভিত্তিহীন। তার বাংলাদেশে আসার কোন কর্মসূচি নেই। এবং ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফরের কোন তথ্য আমাদের কাছে নেই।’

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে যেসব পদক্ষপ নেওয়া হয়েছিল তার বিস্তারিত আলোচনা করতে আবারও বাংলাদেশ আসবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমটির এই খবরের পর বেশ আলোচনা হচ্ছিল বিষয়টি নিয়ে। বিএনপির পক্ষ্ থেকে বলা হয়েছিল, ‘এতো ঘনঘন ভারতের সেনাপ্রধানের কেন আসা লাগছে?’ তবে এবার আইএসপিআর জানাল আসার বিষয়টাই সত্য নয়।

বাংলাদেশ সময়: ১০:২৯:০২   ৩৪৬ বার পঠিত