শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭

গ্যাস উত্তোলন শুরু হলো সুন্দলপুরে

Home Page » জাতীয় » গ্যাস উত্তোলন শুরু হলো সুন্দলপুরে
শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুর ১২টায় কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়।

map of noakhali

বিষয়টি জানিয়েছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম। নোয়াখালী সুন্দলপুর গ্যাসক্ষেত্র পরিচালনা করছে বাপেক্স।

নওশাদ ইসলাম জানিয়েছেন, ‘মোট ৩ হাজার ২০০ মিটার গভীর কূপ করে কয়েকটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড়। এবং সেখান থেকেই গ্যাস প্রবাহিত হচ্ছে।’

বাপেক্সের এমডি আরও জানিয়েছেন, প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে এই কূপ থেকে। তবে কতদিন পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে সে সম্পর্কে ধারনা দিতে পারেননি তিনি।

এদিকে, ওই গ্যাসক্ষেত্রে কূপ খনন করে অতীতে গ্যাস তোলা হয়েছে। সেটি বন্ধ হয়ে যাওয়াতে এবার সেখানেই দ্বিতীয় একটি কূপ খনন করে গ্যাস তোলার কাজ শুরু হলো

বাংলাদেশ সময়: ৯:২৫:৪০   ৪২৫ বার পঠিত