বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান - বিএনপিকে নির্বাচনে নিন

Home Page » প্রথমপাতা » সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান - বিএনপিকে নির্বাচনে নিন
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: বিএনপিকে একটি নির্বাচনমুখী দল দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকারের কাছে বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায়, সে চেষ্টা করতে আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইলিয়াস আলীসহ বিএনপি নেতাকর্মীদের গুম খুনের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

mirza fakhrul says tista agreement is priority

সভায় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। কিন্তু সে পথ তৈরি করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে তা হবে না, তা হবে না। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে জায়গায় জায়গায় নতুন কমিটি গঠন করা হচ্ছে। সবাইকে সংগঠিত হয়ে মহল্লায় মহল্লায় সুসংবদ্ধ হয়ে বিএনপির দুর্গ তৈরি করতে হবে।

প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ভারত সফরকে ব্যর্থ দাবি করে বলেন, ‘এ সরকারের পেছনে জনগণ থাকলে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো চুক্তি করতেন না। এ সরকার জনবিচ্ছিন্ন বলে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মীকে গুম করে, দেশের মানুষকে পঙ্গু করে, দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান গিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি

বাংলাদেশ সময়: ১৯:১৬:০১   ৩৬৭ বার পঠিত