বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

চবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ২৮

Home Page » প্রথমপাতা » চবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ২৮
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২৮ জন। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরে চলাচলকারী শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

chittagong university making safety wall

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জিরো পয়েন্ট এলাকাজুড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলাজনিত কারণে ছাত্রলীগের এক কর্মীকে বরখাস্ত করেছিল ছয় মাস আগে। কিন্তু পরীক্ষার সময় ছাত্রলীগের অন্যান্য কর্মীদের নিয়ে পরীক্ষা হলে হাজির হন শাকিল নামের ওই ছাত্রলীগ কর্মী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিস্কারের কথা বললেও জোর করে পরীক্ষা দিতে চান তিনি। পরে পুলিশের সাথে ছাত্রলীগের সংঘর্ষ বেঁধে যায়।

এ বিয়ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে এক ছাত্রকে বহিস্কার করা হয়েছিল। কিন্তু পরীক্ষার সময় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে বিভাগে হাজির হন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সাথে কথা বলে প্রথমে তারা চলে গেলেও পরে আবারও ফিরে আসে তারা।’ পরে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।

হাটহাজারী থানার এসআই আলাউদ্দিন বলেন, ‘ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে।’ পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:০৮:২২   ৩৭৭ বার পঠিত