বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরে রাখতে সাড়ে ৯ হাজার মাদরাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চিঠি

Home Page » প্রথমপাতা » শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজরে রাখতে সাড়ে ৯ হাজার মাদরাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চিঠি
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: শিক্ষার্থীদের উপরে সার্বক্ষণিক নজর রাখার জন্য দেশব্যাপী সাড়ে নয় হাজার মাদরাসায় চিঠি পাঠিয়েছে জাতীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ছাত্রছাত্রীরা যেন কোনক্রমেই জঙ্গিবাদে জড়িয়ে বিপথগামী না হয়ে পড়ে সেটি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়।

madrasa student

মাদারাসার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাসেও নিরীক্ষণ কার্যক্রম জোরদার করতে বলা হয়। এছাড়াও মাদারাসাগুলোর শিক্ষকদের আরো অধিক সচেতনভাবে সকল শিক্ষার্থীর জঙ্গিবাদের কুফল সম্পর্কে অবহিত করতে বলা হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম ছায়েফউল্লা উক্ত নির্দেশনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধের অংশ হিসেবেই সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছিল। জেলা প্রশাসক সম্মেলনে এ ধরনের সভা অব্যাহত রাখার ব্যাপারে পরামর্শ দেয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে কার্যক্রম পরিচালনার পরামর্শও ছিল। তারই অংশ হিসেবে এ চিঠি পাঠানো হয়েছে।‘

প্রতিটি মাদরাসায় নিয়মিত অভিভাবক সমাবেশ, এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী আলোচনা অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০২:২০   ৪২৭ বার পঠিত