বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

বাংলাদেশে পেপ্যাল চালু হতে যাচ্ছে

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশে পেপ্যাল চালু হতে যাচ্ছে
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  দেশে বসে অনলাইনে কাজ করে বিদেশ থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা উত্তোলনের সুবিধার্থে অনলাইন ফ্রিলান্সারদের দীর্ঘ দিন ধরে পেপ্যাল সার্ভিস চালু করার দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে পেপ্যাল সার্ভিস।

logo of paypal

দুই বছর আগে ২০ মার্চ বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের সাথে পেপ্যালের চুক্তির অনুমতি দিলে দীর্ঘদিন ধরেই ওয়েবসাইটসহ অনলাইন অর্থ লেনদেনের প্রযুক্তিগত ও নিরাপত্তার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিল সোনালী ব্যাংক ও পেপ্যাল। এরপর সেবাটি চালু করতে উভয়পক্ষ সম্মত হয়।

লেনদেন চালু করতে ইতিমধ্যে সোনালী ব্যাংক ও পেপ্যাল তাদের চুক্তিপত্র চূড়ান্ত করেছে। আশা করা হচ্ছে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই বাংলাদেশে উদ্বোধন হবে বিশ্বজুড়ে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যাল।

সম্প্রতি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রযুক্তি দুনিয়ার আঁতুড় ঘর বলে খ্যাত যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাংলাদেশের প্রযুক্তিখাত এবং এর নতুন নতুন সম্ভাবনা নিয়ে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। এসময় প্রতিমন্ত্রী সিলিকন ভ্যালিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, ফেসবুক, গুগল, নুয়ান্স কমিউনিকেশন্স, পেপ্যাল-জুমসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। সেসময় তিনি বাংলাদেশে পেপ্যালের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে পেপ্যালের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে আলাপ করেন।

পেপ্যাল চালু হলে এর ৩ ধরনের প্যাকেজ অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের ১শ ৯০টি দেশ ও ২৩টি মুদ্রায় অর্থ লেনদেন ও কেনাকাটা করতে পারবেন বাংলাদেশিরা। এর জন্য অতিরিক্ত চার্জ নেবে না সোনালী ব্যাংক। তবে মানি লন্ডারিং ঠেকাতে, গ্রাহকদের বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া ট্রাভেল কোটার মধ্যে কেনাকাটা করতে হবে।

পেপ্যাল বিডির ওয়েবসাইট থেকে যে কেউ সরাসরি পেপ্যালের রেজিস্ট্রেশন করতে পারবে। পেপ্যালের মোট তিনটা প্যাকেজের মধ্যে থেকে মানানসই একটি প্যাকেজ পছন্দ করতে হবে। ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বাৎসরিক ফি পরিশোধ করে একাউন্ট চালু করতে হবে। এবং পেপ্যাল সেবা থেকে উত্তোলনের মোট টাকার ৩% থেকে ১০% পর্যন্ত পেপ্যালকে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫২:২৮   ৩৫৮ বার পঠিত