বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
সিটিং সার্ভিসেও সর্বনিম্ন ভাড়া ৫ টাকা
Home Page » জাতীয় » সিটিং সার্ভিসেও সর্বনিম্ন ভাড়া ৫ টাকাবঙ্গ-নিউজঃ যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগামী দুই সপ্তাহের জন্য রাজধানী ঢাকায় সিটিং সার্ভিস চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে আগামী ১৫ দিন সিটিং সার্ভিসের নামে চলাচল করা বাসগুলোতে বিআরটিএ কর্তৃক নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে হবে।
বিআরটিএ নির্ধারিত ভাড়া মিনি বাসের ক্ষেত্রে সর্বনিন্ম ৫ টাকা এবং বাসের ক্ষেত্রে সর্বনিন্ম ৭ টাকা। আর প্রতি কিলোমিটারে মিনিবাসের ভাড়া ১টাকা ৪২ পয়সা এবং বাসে ১ টাকা ৭০ পয়সা। ১৯ এপ্রিল বুধবার বিকালে বিআরটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা এক জরুরি বৈঠকে সিটিং সার্ভিস আগামী দুই সপ্তাহের জন্য চালু রাখার সিদ্ধান্ত দিয়ে একই সাথে নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া আদায়ের নির্দেশ দেয়া হয়।
সভা শেষে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান বলেন, ‘আগামী ১৫ দিন সির্টিং সাভিসের বিরুদ্ধে অভিযান চালানো হবে না। তবে এই সময়ে চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। অন্যথায় সড়কে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবহন খাতে বিরাজমান পরিস্থিতির বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।’
প্রসঙ্গত, কোন ধরনের অনুমোদন ছাড়াই রাজধানীতে চলাচল করা পরিবহনগুলো সিটিং সার্ভিসের নাম করে বাড়তি ভাড়া আদায় করে আসছিল। সামান্য দূরত্বের জন্য যাত্রীদের কাছ থেকে ২০ থেকে ২৫ টাকা হারে হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে যাত্রীদের কাছ থেকে। ফলে যাত্রী হয়রানীর বিষয়টি মাথায় রেখে গত ১৫ এপ্রিল রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস চলাচল বন্ধ ঘোষণা করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ সময়: ১০:৪১:৪৮ ২৮৬ বার পঠিত