বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

ছিনতাইয়ের অভিযোগ। ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কৃত

Home Page » প্রথমপাতা » ছিনতাইয়ের অভিযোগ। ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কৃত
বুধবার, ১৯ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত চারজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

chittagong university making safety wall

চার ছাত্রকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্স অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন।

বহিষ্কৃত চার জন হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের সোহেল মিয়া, ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইফতেখার উদ্দিন রিয়াজ।

তাদের মধ্যে সোহেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী বলে জানা গেছে। আর বাকিরা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী। তবে ফজলে রাব্বি সুজন বহিষ্কৃত ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। অন্য দিকে বহিষ্কৃতদের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু।

উল্লেখ্য, গত সোমবার হাটহাজারী কলেজের তিন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তাদের কাছ থেকে একটি ক্যামেরা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২:১৪:৩২   ৩১৮ বার পঠিত