বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
‘বিনা বিচারে আটকদের ক্ষতিপূরণে আইন প্রয়োজন’
Home Page » প্রথমপাতা » ‘বিনা বিচারে আটকদের ক্ষতিপূরণে আইন প্রয়োজন’
বঙ্গ-নিউজ: বিনা বিচারে আটক বা বিচারের দীর্ঘসূত্রিতার জন্য কারাবন্দি থাকা ব্যক্তিদের মুক্তির পর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন হাই কোর্টের বিচারক এম ইনায়েতুর রহিম।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ইনায়েতুর রহিম এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের ওপর কার্যকরী চাপ তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ইনায়েতুর রহিম বলেন, দীর্ঘদিন কারাগারে থাকা এসব মানুষ পরে জামিনে মুক্তি পেলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। তারা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিনি বলেন, যারা বিনা অপরাধে আটক রয়েছে তারা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। তাছাড়া যদি কেউ রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ইচ্ছা পোষণ করে তবে আইনে সে বিধানও রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মার্চ দশম জাতীয় সংসদের এক প্রশ্নোত্তর পর্বে বিনা বিচারে বন্দিরা ক্ষতিপূরণ চাইতে পারেন বলে জানান। এরপরই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়
বাংলাদেশ সময়: ৭:০২:২৭ ৩৩৫ বার পঠিত