বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
মিছিমিছি - পৃথা রায় চৌধুরী
Home Page » সাহিত্য » মিছিমিছি - পৃথা রায় চৌধুরীকতগুলো ওড়া দেখেই খুশি ছুঁলে
আপাত বলতে বোঝার অবকাশ
ছিল, বস্তুত ছিল না;
ঠুলির ভেতরে মানা-না-মানা
পুষে রাখা আসলেই।
চশমার পাওয়ার চেক করিয়ে
ফিরে দেখো, পাখী?
চামচিকে? রক্তচোষা ভ্যাম্প…
তবে সমানে কেন দেখে যাই,
সারসার পিঁপড়ে ভেসে যায়
নির্বোধ চেতনা চিরে।
অণুবীক্ষণে দেখো, প্রত্যেকে
জোড়া ডানার ভারে শ্লথ এগিয়ে
চরম থামার অমোঘ টানে।
বাংলাদেশ সময়: ১:১২:৩৫ ৩১৯ বার পঠিত