মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
Home Page » জাতীয় » এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণাবঙ্গ-নিউজঃ আগামী ২ অথবা ৪ মে ঘোষণা করা হতে পারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল । এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই উল্লেখিত তারিখের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি নির্ভরযোগ্য সুত্র মতে , পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
আগামী ৪ মে ৬০ দিন পূর্ণ হবে। বিগত বছরের মতোই এবারও ৬০ দিনের আগে ফল প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী ইসলাম জানান, আগামী মাসের (মে) ২ থেকে ৪ তারিখের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) যেদিন নির্ধারণ করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়েছে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা গত ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।
বাংলাদেশ সময়: ১৯:৪০:১৬ ৩৪৫ বার পঠিত