মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

“এই বৈশাখে মেলোডিতে শীর্ষে থাকা “এই শোন” নিয়ে সুরকার মাহফুজ ইমরানের অভিব্যক্তি”

Home Page » বিনোদন » “এই বৈশাখে মেলোডিতে শীর্ষে থাকা “এই শোন” নিয়ে সুরকার মাহফুজ ইমরানের অভিব্যক্তি”
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭



received_1910818632492691.jpegওমর সানিঃ-বঙ্গ-নিউজঃ বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য।  আর বাংলার ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব বাংলার লাখো কোটি মানুষের। দিনে দিনে বাংলা সংস্কৃতি ও বাংলা গানের চাহিদা বেড়েই চলছে। মানুষ বাংলাকে ভালবাসে,, বাংলার মানুষকে ভালবাসে,, বাংলা গানকে ভালবাসে। এবার মূল কথায় আসি। কিছুদিন আগে গীতিকার জীবন মাহমুদের কথায়,, সুরকার মাহফুজ ইমরানের সুরে,,,বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মোহনা নিশাদের দৈত কণ্ঠে রিলিজ হয় “এই শোন”" শিরোনামের গানটি ,, কথার নতুনত্বে ও সুরের যাদু নিয়ে।  যার স্রোতাপ্রিয়তা অল্প কিছুদিনেই আকাশছোঁয়া। যাদুর মত অবিরত বশ করছে স্রোতাদের মন।

** ***”এই শোন “গানের অল্প দিনের এই সফলতাকে কেন্দ্র করে সুরকার মাহফুজ ইমরান তার মূল্যবান কিছু অভিব্যক্তি প্রকাশ  করেন  তার নিজস্ব ফেসবুক আইডিতে।  তিনি বলেন,,,, “এই শোন” এখন ২০,০০,০০০ (দুই মিলিয়ন) ছাড়িয়ে প্রায় ২১ লক্ষে অবস্হান করছে,,, সেই সুবাদে সি এম ভি’র কর্ণধার SK Shahed Ali Pappu ভাই এর সাথে সৌজন্য সাক্ষাতে আমি Mahfuz Imran ( সুরকারঃ এই শোন),  Jibon Mahmud ভাই ( গীতিকারঃ এই শোন) সি এম ভি ‘ তে,,,, দর্শক শ্রোতাদের ভালোবাসা নিয়ে “এই শোন” সগৌরবে এগিয়ে চলছে এখনও.

এপ্রসঙ্গে এই শোন’র গায়ক / গায়িকা আসিফ আকবর ও মোহনা নিশাদ আপু বলেন,,, এই শোন আসলেই নতুনত্ব কথা ও সুরের গান, এজন্যই ব্যাপক সফলতা পাচ্ছে দিন দিন। ভক্তগন যতোই শুনছেন ততোই ভালো লাগছে ওনাদের,,, আমরা নিজেও শুনছি… আসলেই ভালো লাগার একটি গান,, এবং ২০১৭ সালে এখনও মেলোডিতে শীর্ষে….

সুতরাং আমি সবিনয়ে সি এম ভি’র দৃষ্টি আকর্ষণ করছি,,, দর্শক শ্রোতা এরকম আরো কিছু চমক পেতে উদ্বেলিত। আশা নয় বিশ্বাস,,,  তা অতি সত্তর হতে পারে,, যদি সি এম ভি চান….

আমি এই শোন টিম সহ সব ভক্ত শ্রোতাদের কাছে কৃতজ্ঞ,,, এ ভালোবাসা অনন্ত,অম্লান,,, বেঁচে থাকুক বাংলা গান,,, ভালো থাকুন সবাই,,, ভালোবাসা অন্তহীন….

বাংলাদেশ সময়: ১:২৩:০৭   ৫৪৭ বার পঠিত