সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
জাবালে নূরের শ্রমিকদের হামলায় টিভি প্রযোজক আহত
Home Page » প্রথমপাতা » জাবালে নূরের শ্রমিকদের হামলায় টিভি প্রযোজক আহত
বঙ্গ-নিউজ: রাজধানীর বেসরকারি পরিবহন সংস্থা জাবালে নূরের শ্রমিকদের হাতে প্রহৃত হয়েছেন একাত্তর টিভির একজন প্রযোজন ও সংবাদ উপস্থাপক। ভাড়া নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে জাবালে নূরের শ্রমিকরা তাকে বেদম প্রহার করে। এতে তার নাক ফেটে যায়। কপালেও কয়েকটি জায়গায় কেটে যায়।
একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক জেমসন মাহবুব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হামলার শিকার হওয়া প্রযোজকের নাম আতিক রহমান। তিনি একাত্তর টিভি সংবাদও উপস্থাপনা করেন।
জেমসন জানান, আতিক বারিধারা থেকে মিরপুর যাওয়ার পথে জাবালে নূরে ওঠেন। বাস লোকাল হওয়ার পরও তার কাছ থেকে সিটিং বাসের ভাড়া আদায় করার চেষ্টা করা হলে তিনি ভাড়ার চার্ট চান এবং বলেন যে, চার্টে যা লেখা আছে তিনি তাই দিবেন।
এ পর্যায়ে জাবালে নূরের শ্রমিকরা তার উপর আক্রমণ করেন। মারের আঘাতে আতিকের নাক ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা বাস ঘুরিয়ে হাসপাতালে নেয়ার কথা বললে শ্রমিকরা আতিককে কাউন্টারে আটকে রাখার হুমকি দেয়। পরে কয়েকজন যাত্রী আতিককে ধরে হাসপাতালে নিয়ে যান।
জেমসন জানিয়েছেন, একাত্তর টিভি এ ঘটনায় মিরপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ১৬ এপ্রিল থেকে রাজধানী সব ধরনের সিটিং সার্ভিস বাস বন্ধ করে দিয়েছে বিআরটি। এরপর থেকেই রাস্তায় রাস্তায় দেখা দিয়েছে তীব্র বাস সঙ্কট। পরিবহন মালিকরা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছেন। বিআরটি বলে দিয়েছে যে, এ ধরনের কোনো তৎপরতা দেখালে রুট পারমিট বাতিল করা হবে। তারপরও কিভাবে পরিবহন মালিকরা বাস সঙ্কট সৃষ্টি করার সাহস পাচ্ছেন, তা রহস্যময়
বাংলাদেশ সময়: ২৩:১৮:২৪ ৪০৬ বার পঠিত