সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

ভারতের সুপ্রিম কোর্ট শ্রিনিবাসনকে নিষেধ করে দিলো

Home Page » ক্রিকেট » ভারতের সুপ্রিম কোর্ট শ্রিনিবাসনকে নিষেধ করে দিলো
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: ভারতের প্রতিনিধি হিসেবে আইসিসির আসন্ন মিটিংয়ে বসতে চেয়েছিলেন বিতর্কিত এন শ্রিনিবাসন। কিন্তু তাকে না করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

srini has to go away from cricket

একই সঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইসিসির আসন্ন মিটিংয়ে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন বোর্ডের বর্তমান যুগ্ম সচিব অমিতাভ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি।

ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি দিপক মিশ্র বলেছেন যে, আইসিসির আসন্ন সভায় অমিতাভ চৌধুরী হবেন ভারতের প্রতিনিধি। তাকে সঙ্গ দিবেন প্রধান নির্বাহী রাহুল জোহরি।

উল্লেখ্য, এর আগে ভারতীয় বোর্ড প্রধান ছিলেন শ্রিনিবাসন। দায়িত্ব পালনকালে নানা অনিয়ম করেছিলেন তিনি। আইপিএলে তার দল চেন্নাই সুপারকিংসের বিরুদ্ধে আছে ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগ।

এ ছাড়া আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি। এর মধ্যে ছিলো ‘বিগ থ্রি’র মতো ক্রিকেট ইতিহাসের ন্যাক্কারজনক সিদ্ধান্তও। নানা বিতর্কের কারণে ভারতের আদালত তাকে ভারতীয় বোর্ড থেকে বিতাড়িত করে।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৩   ৩৮৭ বার পঠিত