সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

কীভাবে একটু চেয়েছিলাম- ড. ঈশরাত তানিয়া

Home Page » সাহিত্য » কীভাবে একটু চেয়েছিলাম- ড. ঈশরাত তানিয়া
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



 Image may contain: 1 person

ঘুমের ভেতর অনেক দিন পর শুতে যাচ্ছি
শুতে যাচ্ছি!
ভাতের হাঁড়িতে একা একাই সংসার ফুটছে
রোদে পিঠ মেলে সেদ্ধভাত দেখছে
ভেজা মেহগনির রঙ খুলছে
বিস্ময়কর চশমার দিকে এগিয়ে
ঘুমঘুম চায়ের ইচ্ছে জাগে
দুধচিনির,
শান্ত লিকার ছড়িয়ে জলে, লেখা হলো
নিজেকে ছাড়িয়ে নেয়ার মুহূর্তে
ট্রেন বলছে- সব তেমন জানি না
এই পাহাড় টাহাড়, বুনো প্ল্যাটফর্ম,
স্টেশান মাস্টারকে রেখে চলে এলাম
ছায়াগাঢ় স্টেশনের নাম অন্নপূর্ণা।

বাংলাদেশ সময়: ২১:৪২:১৭   ৩৬৬ বার পঠিত