সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
প্রিমিয়ার লিগে দুর্দান্ত শতক মুশফিকের
Home Page » ক্রিকেট » প্রিমিয়ার লিগে দুর্দান্ত শতক মুশফিকেরবঙ্গ-নিউজঃ ঢাকা প্রিমিয়ার লিগে আরো একবার জ্বলে উঠলেন মুশফিকুর রহিম। লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটসম্যান বিকেএসপিতে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। তার সঙ্গে সেঞ্চুরি করেছেন নাঈম ইসলামও। এ দুজনের ব্যাটে চড়ে ৩০৫ রানের বিশাল স্কোর গড়েছে রূপগঞ্জ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মুশফিকের ব্যাট থেকে এসেছিলো ৭৫ রান। পুরো আসর খেলতে পারবেন না বলে মুশফিক আগে বলে রেখেছিলেন যে, এই লিগে যতোটুকু সুযোগ পাবেন, বেশি রান করার চেষ্টা করবেন। মুশফিক সেই কথাটা রাখছেন দারুণ দক্ষতায়।
আজ বিকেএসপিতে মুশফিকের দল খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। শাহাদাত হোসেনের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৩ রানেই দুই উইকেট হারিয়ে বসে তারা।
তিন নম্বর উইকেটে গিয়ে অবিশ্বাস্য দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান মুশফিক ও নাঈম ইসলাম। ২২৫ রানের জুটি গড়েন তারা। আব্দুর রাজ্জাকের বলে আউট হওয়ার আগে মুশফিক ১৩৪ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন। নাঈম শিকার হন ইলিয়াস সানির। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১১৮ বলে ১০৩ রান।
ঢাকা প্রিমিয়ার লিগে আগে কখনোই তিন নম্বর উইকেটে এতো বেশি রান দেখেনি কেউ। অর্থাৎ মুশফিক ও নাঈম ইসলাম করেছেন দারুণ এক রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩২ ৩৫২ বার পঠিত