সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

বাসের কৃত্রিম সঙ্কট,রাস্তায় দুর্বিসহ ভোগান্তি ঢাকাবাসীর

Home Page » প্রথমপাতা » বাসের কৃত্রিম সঙ্কট,রাস্তায় দুর্বিসহ ভোগান্তি ঢাকাবাসীর
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: সিটিং সার্ভিস উঠিয়ে দেয়ার পর ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে বাসের কৃত্রিম সঙ্কট। এতে দুর্বিসহ ভোগান্তির মধ্যে পড়েছেন লাখ লাখ ঢাকাবাসী।

no enough bus in dhaka

সিটিং সার্ভিস উঠিয়ে দেয়ার পর বিআরটিএ বাস মালিকদের বলে দিয়েছিলো যে, যাত্রীদের জিম্মি করে রাখলে রুট পারমিট বাতিল করে দেয়া হবে। এই সরকারি হুঁশিয়ারির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই রাস্তায় সৃষ্টি করা হয়েছে কৃত্রিম বাস সঙ্কট।

১৬ এপ্রিল থেকে বাস মালিক সমিতি এবং বিআরটিএর যৌথ সিদ্ধান্তে রাস্তা থেকে সিটিং সার্ভিস নামের প্রতারণামূলক ‘সেবা’ উঠিয়ে দেয়া হয়। কিন্তু এ দিন থেকে রাস্তায় সৃষ্টি করা হয় অসহনীয় দুর্ভোগও।

১৬ এপ্রিল সারাদিন ঢাকার রাস্তায় বাস ছিলো অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও কম। ১৭ এপ্রিলও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে একই চিত্র।

এর ফলে যাত্রীরা পড়েছেন দুর্বিসহ বিপদে। বিশেষ করে নারী যাত্রীদের কষ্ট ছাড়িয়ে গেছে সব রকম সীমা। এ দিকে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান বলছেন, যে সব বাস মালিক কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে, তাদের রুট পারমিট বাতিল করা হবে।

তারপরও কিভাবে সোমবারও রাস্তায় রাস্তায় গাড়ির তীব্র সঙ্কট সৃষ্টি হলো, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০১   ৪০৩ বার পঠিত