সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

ইয়াবা ব্যবসায়ী-বিজিবি গোলাগুলি, ছয় লাখ ইয়াবা জব্দ

Home Page » প্রথমপাতা » ইয়াবা ব্যবসায়ী-বিজিবি গোলাগুলি, ছয় লাখ ইয়াবা জব্দ
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: কক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারের অভিযান চলাকালে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বিজিবির। এতে এক ইয়াবা ব্যবসায়ী বিজিবির গুলিতে আহত হয়েছেন। আটক করা হয়েছে মোট তিনজনকে। আর অভিযানে প্রায় ছয় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

yaba

ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তবে ছয় লাখ ইয়াবা উদ্ধারের ঘটনাটি ঘটেছে দুই জায়গায়।

প্রথমটি নাফ নদীর নাইট্যংপাড়ায়। কর্নেল জাহিদ বলেন, ‘গোপন সংবাদের পর অবস্থান নিয়ে মিয়ানমার থেকে আসা সন্দেহ ভাজন একটি নৌকাকে থামার সংকেত দিলে তারা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। বিজিবিও পাল্টা গুঠি ছোড়ে। এতে তাদের একজন আহত হয়। পরে তাদেরকে ঘিরে ফেলে আহত একজনসহ আরও দুইজনকে আটক করা হয়।’ আটকদের কাছ থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলেছেন কর্নেল জাহিদ।

দ্বিতীয় ঘটনাটি টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকায়। মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে সন্দেহে একটি নৌকাকে থামার সংকেত দিলে ইয়াবা ফেলে ঘন প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যায় নৌকার যাত্রীরা। পরে বিজিবি গিয়ে সেই নৌকা থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫০   ৩৯৩ বার পঠিত