তিস্তার চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

Home Page » বিবিধ » তিস্তার চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :তিস্তার বালু চর এখন আর অভিশাপ নয়। বালু চরে মিষ্টি কুমড়া চাষ করে তিস্তা পাড়ের হাজারও কৃষক এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। গতবারের বন্যা তিস্তার ভাঙনে হাজারও পরিবার গৃহহারা হয়ে পড়ে। বালু পরে নষ্ট হয়ে যায় কয়েক হেক্টর ফসলি জমি। বন্যার পানির সঙ্গে আসা বালু জমিতে পতিত হয়ে জমিকে চাষের অনুপযোগী করে তোলে।
তবে কৃষকরা কঠোর পরিশ্রম করে জমির উপরের বালু মাটি তুলে এঁটেল মাটি বের করে চাষ করেন মিষ্টি কুমড়া, পিয়াঁজ, মরিচ, রসুন, খিরা, মশুর ডালসহ বিভিন্ন ধরনের সবজি। বালু চরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে অনেকে সাফল্যের মুখ দেখছেন। তিস্তার চরে মিষ্টি কুমড়ার চাষ করে সাফল্যের মুখ দেখছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তার চরের বাসিন্দা আব্দুল বাছেদ ( ৬০) ও একই গ্রামের জোহরা বানু (৪৫)। ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হলেও তারা বালুচর কেটে জমিতে চাষ করেন মিষ্টি কুমড়া আর খিরা। আশানুরূপ দাম পেলে সাফল্যের মুখ দেখবেন তারা।
সবাই যেখানে তিস্তা চরে ভুট্টা চাষ নিয়ে ব্যস্ত সেখানে কৃষক আব্দুল বাছেদ ভিন্নধর্মী ফসল চাষ করে ভিন্নতার দৃষ্টান্ত স্থাপন করেন। এতে ভুট্টা চাষিদের চেয়ে অধিক লাভবান হয়েছেন তিনি।
তিস্তার চরের কৃষক আব্দুল বাছেদ বলেন, এবারে চরে মিষ্টি কুমড়া আর খিরা চাষে ৪০ শতক জমিতে তিন হাজার টাকা খরচ করেছি। মিষ্টি কুমড়া আর খিরা বিক্রি করেছি প্রায় ৮ হাজার টাকা। আগামী রমজান মাসে মিষ্টি কুমড়া বিক্রি করার জন্য মজুদ করে রেখেছি।
ভালো দাম পেলে বিক্রি করে দিব। আশা করছি আরও ২০ হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবো। এবারে তিস্তার বালু চরে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান। হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন জানান, এ বছর হাতীবান্ধা উপজেলায় তিস্তার চরসহ ৩৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এতে প্রতি হেক্টরে ৬০ মেট্রিক টন কুমড়ার ফলন হয়েছে। চরে এবার মিষ্টি কুমড়ার আশানুরুপ ফলন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০২   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ