সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
আলরিআনের ধারাপাত-সমাজের কিছু অসংগতি
Home Page » ফিচার » আলরিআনের ধারাপাত-সমাজের কিছু অসংগতিরাজধানীতে সিটিং বাসগুলো চলাচল বন্ধ হয়ে গেছে। তাই সাধারণ বা লোকার পরিবহনগুলো চিটিং করে যাত্রীদের কাছ থেকে অগ্রীম বা বেশী ভাড়া আদায় করছে।যা অনেক যাত্রীর পক্ষেই কষ্টকর। আমাদের দেশে সামান্য আয়ের মানুষই বেশি।গণপরিবহন মালিকদের কিংবা ড্রাইবার হেলপারদের জুলুমের স্বিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আজ এক যাত্রী ন্যয্য ভাড়া দেওয়ায় ছালছাবিলের হেলপার যাত্রীর সাথে তর্কাতর্কির একপর্যায়ে হেলপার যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে উপস্থিত জনতা তাকে বেধে মারধর করার চেষ্টা করছে। ছবিটি আজ উত্তরা রাজলক্ষীর সামনে থেকে তুলেছি। ছবি: আল রিআন
বাংলাদেশ সময়: ১৫:৫০:৫২ ৩৩৪ বার পঠিত