সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
ব্যাংকের কাউন্টার থেকে দশ লক্ষ্য টাকা নিয়ে দুর্বৃত্তের পলায়ন
Home Page » অর্থ ও বানিজ্য » ব্যাংকের কাউন্টার থেকে দশ লক্ষ্য টাকা নিয়ে দুর্বৃত্তের পলায়ন
বঙ্গ-নিউজ: ন্যাশনাল ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। জানা গেছে, এই ব্যাংকের কাউন্টার থেকে রোববার এক দুর্বৃত্ত ১০ লাখ টাকার বান্ডেল নিয়ে দৌড়ে পালিয়ে গেছে।
জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একজন প্রতিনিধি আজ ব্যাংকটিতে টাকা জমা দেয়ার জন্য স্লিপ লিখছিলেন। এ সময় একজন লোক এসে তাকে বলেন যে, আপনার কিছু টাকা ফ্লোরে পড়ে গেছে। পরে তিনি মাথা নিচু করে ফ্লোরের দিকে ঝুঁকে পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাক্তি ১০ লাখ টাকার বান্ডেল নিয়ে দৌড়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। পরে তাকে আর পাওয়া যায়নি।
ঘটনার পরপর ওই ব্যাংকের কর্মকর্তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে।
প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, টাকা নিয়ে পালানো প্রতারকের সঙ্গে আরো কয়েকজন ছিলেন। তারা একজোট হয়েই এ ঘটনা ঘটান।
সংশ্লিষ্ট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক হক অ্যান্ড কোম্পানি। এই প্রতিষ্ঠানের পরিচালক নাজিবুর রহমান এ ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন।
বাংলাদেশ সময়: ৮:৪৪:১৪ ৩৩৯ বার পঠিত