সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
নতুন প্রজন্ম যেনো মুক্তিযুদ্ধের ইতিহাস না ভুলে:শেখ হাসিনা
Home Page » জাতীয় » নতুন প্রজন্ম যেনো মুক্তিযুদ্ধের ইতিহাস না ভুলে:শেখ হাসিনা
বঙ্গ-নিউজ:নতুন প্রজন্ম যেনো যুগের পর যুগ আমাদের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের কথা মনে রাখে। তারা যাতে সেই ইতিহাস ভুলে না যায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচায়। প্রায় এক একর জায়গার উপর নির্মিত হয়েছে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর। ২০১১ সালে জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেখ হাসিনা। ছয় বছর তিনি এটি উদ্বোধনও করলেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘২০১১ সালে আমি এটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছিলাম। আমি গর্বিত অনুভব করছি এই কারণে যে, মুক্তিযুদ্ধ জাদুঘরটি উদ্বোধনের সুযোগও আমাকে দেয়া হলো।’
এই জাদুঘর প্রজন্মকে মুক্তি- সংগ্রামের ইতিহাস জানাবে মন্তব্য করে হাসিনা বলেন, ‘প্রজন্ম এই জাদুঘর দেখে মুক্তি সংগ্রামের অর্জনের গুরুত্ব বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং তা অন্তরে ধারণ করবে। যা তাদেরকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে।’
এ সময় জাদুঘরটির দেখভালের জন্য বিত্তবান মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব অর্থ রোজগারের উপায়ও বের করতে বলেন তিনি।
বাংলাদেশ সময়: ৮:২৭:১৫ ২৪৭ বার পঠিত