রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ
Home Page » প্রথমপাতা » ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে। বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে দেড়শরও বেশি জায়গায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে।
আয়কর বিবরণী প্রকাশ করাটা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টদের জন্য এক রকম ঐহিত্য ও রেওয়াজের মতোই। এযাবৎকালের সব প্রেসিডেন্ট তাদের আয়কর বিবরণী প্রকাশ করে এসেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বেশ উদাসিন বলেই মনে হচ্ছে। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে এ বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি ট্রাম্পের মধ্যে।
এদিকে, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পে উপদেষ্টা কেলিয়েন কনওয়ে মন্তব্য করেছিলেন, ‘ট্রাম্পের আয়কর তথ্য নিয়ে জনগণের মাথাব্যথা নেই।’ এমন মন্তব্য বেশ সমালোচিত হয়েছিল তখন। পরে আয়কর তথ্যের বিষয়ে ট্রাম্পও চেপে গেলে একটা পক্ষ মনে করছেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ব্যবসায়িক কিংবা অন্য কোন ধরনের লেনদেন থাকতে পারে। আর সে কারণেই আয়কর তথ্য প্রকাশ করতে পারছেন না তিনি।
আবার শনিবার বিক্ষোভের দিনেই ক্যালিফোর্নিয়ার বার্কলেতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত্ ২১ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮:০৩:১১ ৩৬১ বার পঠিত