রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
হলি আর্টিজান হামলার এক মামলায় তাহমিদের খালাস
Home Page » প্রথমপাতা » হলি আর্টিজান হামলার এক মামলায় তাহমিদের খালাসগতবছর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্দেহভাজন তাহমিদ হাসান খানকে পুলিশকে অসহযোগিতা ও তথ্য প্রদানে অস্বীকৃতির মামলা থেকে খালাস দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালত তাকে খালাস দেন।
২০১৬ সালের ১লা জুলাই হলি আর্টিজানে হামলার পরদিন সকালে উদ্ধারকৃত ১৩ জনের মধ্যে তাহমিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত রেজাউল করিমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখায় পুলিশ।
হামলাকারীদের সঙ্গে তাহমিদের ছবি এবং গতিবিধি নিয়ে তাহমিদকে ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর গুলশান হামলায় তাহমিদের কোন সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ ৫৪ ধারার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়।
এরপর ওই হামলা সম্পর্কে তথ্য জানার জন্য পুলিশ বারবার নোটিস দিলেও যোগাযোগ না করায় তাহমিদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানার ১৭৬ ধারায় পুলিশকে অসহযোগিতা ও তথ্য দিতে অস্বীকৃতির ‘নন প্রসিকিউশন’ অভিযোগ আনা হয়।
গত ১৪ মার্চ আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান তিনি। ২১ মার্চ এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষ হওয়ার পর রোববার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগে করা মামলায় তাহমিদ হাসিব খানকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৩ ৩২২ বার পঠিত