রবিবার, ১৬ এপ্রিল ২০১৭

ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিবে বিটিআরসি

Home Page » প্রথমপাতা » ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিবে বিটিআরসি
রবিবার, ১৬ এপ্রিল ২০১৭



btrc is planning to cap mobile recharge to 500 tkবঙ্গ-নিউজঃ মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবার দাম নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই খাতের সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জানা গেছে, বিটিআরসি এরই মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কতো হতে পারে, তা নির্ধারণ করার কার্যক্রম হাতে নিয়েছে।

এই কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে কস্ট মডেলিং তৈরি করা হবে। ব্যান্ডউইথ কিনে তা গ্রাহ পর্যায়ে পৌঁছাতে মোবাইল অপারেটরদের কতো টাকা খরচ হয় এবং গ্রাহকের কাছ থেকে কতো টাকা দাম নেয়া উচিত, এই সব বিষয় নির্ধারণ করা হবে উল্লেখিত কার্যক্রমে।

কস্ট মডেলিং এবং মোবাইল ইন্টারনেটের দাম নির্ধারণে জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইনিয়নের একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে বিটিআরসি। তিনিই এই খাতের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ইন্টারনেটের দাম নির্ধারণে বিটিআরসিকে পরামর্শ দিবেন।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ২০০৮ সালে ভয়েস কলের মূল্য কতো হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছিলো বিটিআরসিকে। তখন বিনামূল্যে কস্ট মডেলিং তৈরি করে দিয়েছিলো প্রতিষ্ঠানটি। কারণ তখন বাংলাদেশ ছিলো নিম্ন আয়ের দেশ।

আর এখন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ফলে এখন আর বিনামূল্যে কস্ট মডেলিং করবে না তারা। বিটিআরসি সূত্রে জানা গেছে, কস্ট মডেলিং করতে বিটিআরসিকে খরচ করতে হবে প্রায় ৩০ লাখ টাকা।

এর আগে, গত মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেটের দাম নির্ধারণ করে দেয়ার জন্য কস্ট মডেলিং করার নির্দেশ দেন। বর্তমানে এক মাসের জন্য এক গিগাবাইট ইন্টারনেট কিনতে একজন গ্রাহককে খরচ করতে হয় ১৮০ থেকে ২২০ টাকা। সাত দিনের জন্য এক গিগাবাইট ইন্টারনেটের দাম ৮৯ টাকা থেকে ৯৪ টাকা। এ ছাড়া ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক ও এক শতাংশ সারচার্জও গুনতে হয় গ্রাহককে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৯   ৪০২ বার পঠিত