রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
রাজধানীতে থাকছে না সিটিং সার্ভিস
Home Page » জাতীয় » রাজধানীতে থাকছে না সিটিং সার্ভিসবঙ্গ-নিউজঃ আজ(১৬ এপ্রিল) থেকে রাজধানীতে সিটিং সার্ভিস নামে কোনো বাস সার্ভিস থাকছে না। এর ফলে দীর্ঘদিনের একটি সিদ্ধান্তের চূড়ান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। ফলে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আর গুনতে হবে না যাত্রীদের।
রাজধানীর গণপরিবহন মালিক সমিতি এবং বিআরটিএ এ মাসের প্রথম দিকে সিটিং সার্ভিস না রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে সংশয় ছিলো। সেই সংশয় দূর করে অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।
এরপরও বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে যাত্রীদের মধ্যে। যাত্রীরা চাইছেন, যে কোনো মূল্যে যাতে বিভিন্ন রুটের ভাড়ার নৈরাজ্য দূর করতে কাজ করে প্রশাসন।
বিআরটিএ জানিয়েছে, এরপরও যদি কোনো বাস সার্ভিস অতিরিক্ত ভাড়া নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাড়া ব্যবস্থাপনা তদারকি করার জন্য কয়েকই টিমও কাজ করবে বলে জানানো হয়েছে
বাংলাদেশ সময়: ০:৫০:৩০ ৩৮১ বার পঠিত