
শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
পুলিশ কর্মকর্তার মাথা ফাটাল ছাত্র-যুবলীগ
Home Page » সংবাদ শিরোনাম » পুলিশ কর্মকর্তার মাথা ফাটাল ছাত্র-যুবলীগ
-
চট্টগ্রামে বর্ষবরণ উৎসবে আগতদের পানি ও বাতাসা দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানায় পুলিশ।
চট্টগ্রামে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢুকতে বাধা পেয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে সরকার সমর্থক ছাত্র ও যুবলীগের কর্মীরা।
বঙ্গ-নিউজ: আহত পরিদর্শক কীরণ বড়ুয়াকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত।
শুক্রবার দুপুরে নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের চার কর্মীকে আটক করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নগরীর ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশের নিরাপত্তা বেষ্টনী এড়ানোর চেষ্টা করে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের ২৫ থেকে ৩০ জনের একটি দল।
“সকাল থেকে সবাই নিয়ম মেনে ডিসি হিলের মুক্তমঞ্চের অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিল। কিন্তু ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা নিরাপত্তা দরজা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
“বাধা পেয়ে তারা পুলিশের উপর হামলা করলে পরিদর্শক কিরণের মাথা ফেটে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে চার কর্মীকে আটক করে।”
আটক চারজন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
২০১৩ সালে রেলের ৪৮ লাখ টাকার একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন বাবর। সংঘর্ষকারীদের একপক্ষে ছিলেন তার অনুসারীরা।
বাংলাদেশ সময়: ২২:১৪:৪৩ ৪০৮ বার পঠিত