বুধবার, ৫ জুন ২০১৩

পপসম্রাট আজম খান প্রস্হানের দুই বছর

Home Page » বিনোদন » পপসম্রাট আজম খান প্রস্হানের দুই বছর
বুধবার, ৫ জুন ২০১৩



ajom-khan-300x178.pngবঙ্গ-নিউজ ডটকমঃ পপসম্রাট আজম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে তিনি পরপারে পাড়ি জমান। আসি আসি বলে তুমি আর এলে না, ওরে সালেকা, আলাল ও দুলাল, হায় আমার বাংলাদেশ-সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা আজম খান।আজম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, আজম খান ফাউন্ডেশন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতিচারণ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

আজম খান দেশের পপ ও ব্যান্ডসঙ্গীতের অগ্রপথিক। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন তিনি। আজম খান ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম কনসার্টে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০:৫৬:০৯   ৪৩৪ বার পঠিত