শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭

ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস এখন শীতাতপ নিয়ন্ত্রিত হলো

Home Page » প্রথমপাতা » ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস এখন শীতাতপ নিয়ন্ত্রিত হলো
শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস আজ কলকাতা থেকে ঢাকার পথে এসেছে শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে। এই ট্রেনটি এতোদিন পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ছিলো না।

dhaka kolkata moitri train is now air conditioned

জানা গেছে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যোগ করার পাশাপাশি মৈত্রী এক্সপ্রেসে বাড়ানো হয়েছে কোচের সংখ্যাও। নতুন মৈত্রী এক্সপ্রেসে এখন থেকে থাকছে ১০টি কোচ। এর মধ্যে চারটি প্রথম শ্রেণি, চারটি প্রথম শ্রেণির চেয়ার কোচ ও দুটি এসি পাওয়ার কার।

নতুন মৈত্রী ট্রেনটি উদ্বোধন করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজ সকাল সাতটার পর কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি।

কলকাতা স্টেশন ছেড়ে আসার সময় ভারতের পূর্ব ও দক্ষিণ রেলের ব্যবস্থাপক এসএন আগরওয়াল সবুজ পতাকা নেড়ে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মৈত্রী ট্রেনটি উদ্বোধন করা হয় ২০০৮ সালে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৪   ২৭৮ বার পঠিত