শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
Home Page » জাতীয় » বাংলাদেশ-রাশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বঙ্গ-নিউজ: সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ ও রাশিয়ার মাঝে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সমঝোতা স্মারক দুটি রাশিয়ার গণযোগাযোগ মন্ত্রণালয়ে স্বাক্ষরিত হয়।
বাসসের বিবৃতি অনুযায়ী, দু’টি সমঝোতা স্মারকের একটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার তাসের মধ্যে।
প্রথম এমওইউটিতে বাংলাদেশের পক্ষে তথ্য সচিব মর্তুজা আহমদ এবং রাশিয়ার টেলিযোগাযোগ ও গণযোগাযোগমন্ত্রী নিকোলাই নিকিফোরভ স্বাক্ষর করেন। অপরটিতে স্বাক্ষর করেন বাসস-এর প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও তাস-এর ডেপুটি চিফ এডিটর মারাত আবুল খাতিন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সেখানে উপস্থিত ছিলেন।
প্রথম এমওইউটি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিতীয় এমওইউটির মাধ্যমে দু’টি জাতীয় বার্তা সংস্থার পেশাদারিত্বের উন্নয়ন ঘটানো ও সংবাদ বিনিময় করা হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৬ ২৯৩ বার পঠিত