
শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
আলরিআনের বৈশাখী কবিতা
Home Page » সাহিত্য » আলরিআনের বৈশাখী কবিতাযত সব নিকৃতিনিকৃতির বাধা ভেঙ্গে চুড়ে
চলে এসেছি আজ মোরা নববর্ষের দূয়ারে।
বাঙালীদের জীবনে এই দিনটি ভাব্য
তাই কবি হয়ে লিখে চলি শুধু কাব্য।
সর্বজনের চিত্ত হতে মুছিয়া ভীতি
নববর্ষকে জানাই প্রিতী
বাঙালীরা নববর্ষে হই লঙ্গ
নতুন বর্ষের রিতীকে না করি ভঙ্গ
বৈশাখের ভোরে খাই পান্তা আর ইলিশরে ভাই
বৈকালে মোরা দলে দলে মেলাই যাই।
বাংলাদেশ সময়: ১৫:২৭:০৭ ১০৮৮ বার পঠিত