শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ ব্যবহার করা হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়
Home Page » প্রথমপাতা » দাপ্তরিক কাজে বাংলা সন-তারিখ ব্যবহার করা হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়
বঙ্গ-নিউজ: এখন থেকে দাপ্তরিক সকল কাজে খ্রিস্টীয় ইংরেজি সন-তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যেই দাপ্তরিক কাজে বাংলা সন ও তারিখ ব্যবহার করার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে অন্যান্য দপ্তরগুলোতে জানিয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সবসময়েই অগ্রণী ভূমিকা পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠই ছিলো মহান ভাষা আন্দোলনের সূতিকাগার।
এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১০:১৪:১৯ ২৯০ বার পঠিত