বুধবার, ৫ জুন ২০১৩
শুটিংয়ে আহত পরিণীতি চোপড়া
Home Page » বিনোদন » শুটিংয়ে আহত পরিণীতি চোপড়াবঙ্গ-নিউজ ডটকমঃ বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহররে নতুন ছবি ‘হাসি তো ফাসি’ ছবির শুটিং করতে গিয়ে ক্যামেরা বক্স এর আঘাতে আহত হয়েছেন পরিণীতি চোপড়া। এতে তার চোখের পাশে কেটে গিয়ে রক্ত বের হয়। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এক সূত্রে জানা যায়, ওইদিনকার মত শুটিং সমাপ্ত করলেও আহত হওয়ার কারণে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
ধর্ম প্রোডাকশনের ব্যানারে ছবিটির সহযোগী প্রতিষ্ঠান ‘ফানটম’ প্রোডাকশন এবং ছবিটি পরিচালনা করছেন ভিনিল মাঠিউ।
ছবিটিতে পরিণীতির বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এটি ধর্ম প্রোডাকশনে সিদ্ধার্থের অভিনীত দ্বিতীয় ছবি। প্রথমটি ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’।
এদিকে, লেডিস ভার্সেস রিকি ভাল, ইশাকজাদে, ছবির মাধ্যমে বলিউডে সবার কাছে প্রশংসিত হয়ে ওঠেন এই তারকা। ছবিতে অভিনয় দক্ষতার জন্য পেয়ে যান ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত পুরস্কারটিও।
২০১৪ সালের ১০ জানুয়ারী মুক্তি পাবে ‘হাসি তো ফাসি’ ছবিটি।
বাংলাদেশ সময়: ২০:৫২:২১ ১৬১৮ বার পঠিত