বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

হেফাজতের সাথে কোনো কম্প্রোমাইজ করিনি: ওবায়দুল কাদের

Home Page » প্রথমপাতা » হেফাজতের সাথে কোনো কম্প্রোমাইজ করিনি: ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: সরকার হেফাজতের আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ধানমন্ডিতে দলনেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

obaidul kader

হেফাজতের সাথে আদর্শিক কোনো বিষয়ে সামঞ্জস্যতার আলোচনা করতে যাওয়া হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা যারা রাজনীতি করি, জনগণের আবেগ-অনুভূতির সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবমুখী সিদ্ধান্ত যারা নিতে পারে তারাই এদেশের সত্যিকারের প্রগতিশীল। বাস্তবতা থেকে প্রগতি বিচ্ছিন্ন কিছু নয়। আমরা তো হেফাজতের আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি।

৭০ হাজার কওমি মাদরাসার ১৪ লাখ ছাত্র-ছাত্রীকে তো ইগনোর করা যায় না। এটা একটা বাস্তবতা। আমরা তাদেরকে সরকারি স্বীকৃতি থেকে বিচ্ছিন্ন রাখতে পারি না বলে জানান সেতুমন্ত্রী।

তাদেরকে সরকারি স্বীকৃতি থেকে বিচ্ছিন্ন রাখলে সেটা অবশ্যই বাস্তবতা বিরোধী হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকার তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে না। তাদের শিক্ষার স্বীকৃতি দেওয়া উচিত।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করবে বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করবে-এটা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের অভিযোগ। এটা বেগম জিয়ার অভিযোগ। এদেশে ধর্মের নামে তারা কত অর্ধমের কাজ করেছে। উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির উসকানিদাতা কারা? এই শক্তির পৃষ্ঠপোষক কারা?

হেফাজত মূল বিষয় নয়, মূল বিষয় কওমি মাদরাসার স্বীকৃতি উল্লেখ করে তিনি বলেন, এখানে হেফাজতের সঙ্গে আমাদের কোনো অ্যালায়েন্স হয়নি। তাহলে তাদের চিন্তা-ধারার সঙ্গে আমাদের চিন্তা-ধারার একটা মিলমিশ হয়ে গেছে, এ ধরনের ধারণা কোথা থেকে এলো?

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫০   ৩৬৯ বার পঠিত