বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টকে কসাই বললেন
Home Page » জাতীয় » ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টকে কসাই বললেন
বঙ্গ-নিউজ: সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সাধারণ মানুষের ওপর রাসায়নিক হামলা চালিয়ে ৮৯ জনকে হত্যার অভিযোগ এনে বাশার আল-আসাদকে কসাই বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ান সাধারণ নাগরিকদের এভাবে হত্যার জন্য বাশার আল আসাদ সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে আসাদের সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর রাশিয়ার সমর্থন প্রত্যাহার করার জন্য রাশিয়াকে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তাব দিলে মস্কো থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এরপর থেকেই রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ অবনতি হতে থাকে।
সম্প্রতি সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন। এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মন্তব্য করে টিলারসন বলেন, এই অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে।
উল্লেখ্য, রাসায়নিক হামলার পরপরই সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করে বরাবরের মতো বাশার সরকারকে সমর্থন দেয় রাশিয়া। এরপর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানালে সেই প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২০:২৪:২৫ ৩৪০ বার পঠিত