বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
যুক্তরাষ্ট্রে মুসলিম নারী বিচারকের মৃতদেহ উদ্ধার
Home Page » জাতীয় » যুক্তরাষ্ট্রে মুসলিম নারী বিচারকের মৃতদেহ উদ্ধার
বঙ্গ-নিউজ: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারপতি শেইলা আব্দুস সালামকে গত বুধবার হাডসন নদীতে মৃত অবস্থায় ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, বুধবার দুপুরে ১৩২ নং রোডের পাশে হাডসন নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে একজন প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতদেহে সে সময় কাপড় দিয়ে জড়ানো ছিল।
জানা যায়, শেইলা নিউইয়র্কে উচ্চ আদালতের আপিল বিভাগের একজন সহযোগী বিচারক ছিলেন। ৬৫ বছর বয়সী শেইলা আব্দুস সালাম বাসা থেকে নিখোঁজ ছিলেন বলে তার স্বামী স্থানীয় থানায় একদিন আগেই তথ্য দিয়েছিলেন।
উল্লেখ্য, শেইলা আব্দুস সালাম নিউইয়র্কের উচ্চ আদালতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নিউইয়ক স্টেট অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২০:১৫:০৫ ৩৭৯ বার পঠিত