বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

যুক্তরাজ্য মুফতি হান্নানের ফাঁসির পক্ষে নয়

Home Page » এক্সক্লুসিভ » যুক্তরাজ্য মুফতি হান্নানের ফাঁসির পক্ষে নয়
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: ২০০৪ সালে ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় ফাঁসির দণ্ড পান মুফতি হান্নান ও তার দুই সহযোগী। গতকাল রাতে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য বলছে যে, বিচার ঠিক আছে। কিন্তু ফাঁসির দণ্ডের বিপক্ষে তাদের অবস্থান।

mufti hannan

ঢাকার ব্রিটিশ হাইকমিশন বলছে, ২০০৪ সালে আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে যে হামলার ঘটনা ঘটেছিলো, তা ছিলো মর্মান্তিক। হামলাকারীদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা ঠিক সিদ্ধান্ত। কিন্তু তাদের মৃত্যুদণ্ড ঠিক নয়। যুক্তরাজ্য সব সময়ের মতো এখনো মৃত্যুদণ্ডের শাস্তির বিপক্ষে।

২০০৪ সালে হামলাটি করা হয়েছিলো সিলেটের হযরত শাহ জালাল (রহ.)-এর মাজারের কাছে। ওই হামলায় দুজন পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৪০ জন।

এরপর ২০০৫ সালে গ্রেপ্তার হন মুফতি হান্নান। এরপর থেকে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যু দণ্ডের নির্দেশ দেন। পরে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেন তারা। কিন্তু আদালত তাদের আপিল খারিজ করে আগের রায় বহাল রাখেন।

পরে মুফতি হান্নান এবং তার দুই সহযোগী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন নাকচ করে দেন। এরপরই মূলত তাদের ফাঁসির কার্যক্রম শুরু করে প্রশাসন। বুধবার রাতে গাজীপুর হাইকিসিউরিটি কারাগারে মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে এবং সিলেট কারাগারে আরেক সহযোগী রিপনকে ফাঁসি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫১   ৩৯৩ বার পঠিত