বুধবার, ৫ জুন ২০১৩

টিম মে’র পদত্যাগ

Home Page » খেলা » টিম মে’র পদত্যাগ
বুধবার, ৫ জুন ২০১৩



may-300x202.pngবঙ্গ-নিউজ ডটকমঃ ফেডারেশন অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)’র প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম মে। দীর্ঘ ১৬ বছর পর ফিকার সিইও হিসেবে দায়িত্ব পালন করার পর হঠাৎ পদত্যাগ করেছেন তিনি।আইসিসির ক্রিকেট কমিটি থেকে এক মাস আগে বির্তকিতভাবে বাদ পড়েছেন টিম। তার বদলে ওই পদ পেয়েছেন লক্ষ্মণ। ২০০৫ সালে ফিকার প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।

মূলত আইসিসির ক্রিকেট কমিটি থেকে বাদ পড়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন টিম মে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৮   ৪৭৫ বার পঠিত