বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

সমন জারি হয়েছে নোবেল জয়ী ড. ইউনূসের বিরুেদ্ধে

Home Page » জাতীয় » সমন জারি হয়েছে নোবেল জয়ী ড. ইউনূসের বিরুেদ্ধে
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান নোবল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। একই মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাথে জড়িত আরো ১২ জনের রিরুদ্ধে সমন দিয়েছে আদালত।

dr yunus

১২ এপ্রিল বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মো. শাহাদাত হোসেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে এ সমন জারি করেন। ১২ জনের সকলকে আগামী ২৩মে সমনের জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

ড. ইউনূস ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকমের সিএফও ও বোর্ড সেক্রেটারি, ডেপুটি ম্যানেজার মো. মাহমুদ, প্রতিষ্ঠানটির আইন সম্পদ ব্যবস্থাপনা বিভাগের এজিএম ও বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠানটির টেকনিক্যাল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক, হিসাবরক্ষক কর্মকর্তা, অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. আসাদ, বিশ্বজিৎ কুমার, প্রকৌশলী সফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ারিং সার্ভে অ্যান্ড ডিজাইনের মতিয়ার রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ১৬২ বিঘা জায়গার ওপর ‘ঘোষবাগ’ প্রকল্পে আংশিক জায়গায় বালু ভরাটের জন্য বাদীর প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদীদের ৫০ লাখ সিএফটি বালু ভরাটের চুক্তি হয়। বাদীর প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী চার কিলোমিটারজুড়ে পাইপ স্থাপন করে ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার বালু ফেলেন।

পাঁচ কোটি টাকার মধ্যে বিবাদীরা বাদীকে মাত্র ১ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা প্রদান করেন। অবশিষ্ট ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪.২৬ টাকার জন্য বাদী ড. ইউনূসের ওই প্রতিষ্ঠানকে পরপর চারটি বিল সাবমিট করলেও বাদি আর কোন বিল পাননি। শেষমেষ টাকা না পেয়ে বালু ভরাট বন্ধ করে দেন তিনি। বাদী তার পাওনা টাকা আদায়ের জন্য লিগ্যাল নোটিশ দিলেও বিবাদীরা তা প্রদান করেননি।

এ ঘটনায় গত ৩০ মার্চ ঢাকার সাভারে মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ বাদী হয়ে তার পাওনা ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪.২৬ টাকার সঙ্গে ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে ড. ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।

বাংলাদেশ সময়: ০:১৪:১০   ৩৭১ বার পঠিত