বুধবার, ১২ এপ্রিল ২০১৭
মুফতি হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসি কার্যকর হয়েছে।
Home Page » জাতীয় » মুফতি হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসি কার্যকর হয়েছে।
বঙ্গ-নিউজ: কার্যকর করা হলো মুফতি হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসি। নিষিদ্ধ হরকাতুল জিহাদের এই তিন নেতার সঙ্গে গত দুই দিনে তাদের পরিবারকে সাক্ষাৎ করানো হয়। এরপরই তাদের ফাঁসি দেয়া হলো।
জানা গেছে, রাত ঠিক দশটায় গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে ফাঁসি দেয়া হয় মুফতি হান্নান তার সহযোগী শরিফ সাহেদ বিপুলকে।
মুফতি হান্নানের আরেক সহযোগী দেলোয়ার হোসেন রিপনকে ফাঁসি দেয়া হয় সিলেট কারাগারে। এর আগে, বুধবার সকালে মুফতি হান্নানের পরিবার তার সঙ্গে দেখা করে।
২০০৪ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গনে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলার মূল লক্ষ্য ছিলেন তাৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। তিনি হামলায় আহত হন। নিহত হন তিনজন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তাও ছিলেন।
এ ঘটনার মামলায় মুফতি হান্নান ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দেন আদালাত। দীর্ঘদিন ধরে চলা বিচারের পর রিভিউয়ের আবেদন করেন মুফতি হান্নান ও তার সহযোগীরা। কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। পরে ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তারা। কিন্তু রাষ্ট্রপতিও তাদের আবেদন নাকচ করে দেন।
এরপরই প্রশাসন এই তিনজনকে ফাঁসি দেয়ার প্রস্তুতি গ্রহণ করে এবং সপ্তাহখানেকের মধ্যেই তাদের ফাঁসি কার্যকর করা হলো
বাংলাদেশ সময়: ২৩:২৯:১২ ৩১৮ বার পঠিত