বুধবার, ১২ এপ্রিল ২০১৭

ভারত সফর নিয়ে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন।

Home Page » প্রথমপাতা » ভারত সফর নিয়ে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন।
বুধবার, ১২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সফরে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

khaleda zia pic

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকাল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়া ছাড়াও রাত সাড়ে আটটায় বিএনপি জোটেরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে বলে জানান শায়রুল কবির খান।

এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারত সফর ও বিভিন্ন চুক্তি ও সমাঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। আজকের সংবাদ সম্মেলনে চুক্তির বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞগণ

বাংলাদেশ সময়: ১৩:৫৯:২৬   ৩১৬ বার পঠিত